শিরোনাম

South east bank ad

রাজধানীর কিশোর গ্যাং লিডার কাইল্লা মুরাদ-বাঘা রাজু গ্রেফতার

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

রাজধানীর কিশোর গ্যাং লিডার কাইল্লা মুরাদ-বাঘা রাজু গ্রেফতার

রাজধানীর কদমতলী এলাকা থেকে অস্ত্রসহ দুর্ধর্ষ কিশোর গ্যাংয়ের দুই লিডারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ১০)। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ানশুটার, একটি চাপাতি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার দু’জন হলেন- মুরাদ ওরফে কাইল্লা মুরাদ (২১) ও রাজু ওরফে বাঘা রাজু (২৪)।

সোমবার (২৬ এপ্রিল) বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২২ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে পূর্ব বিরোধের জেরে ইন্টারনেট ব্যবসায়ী আমিনুল ইসলাম ডালিমকে কদমতলীর পাটেরবাগ ইটালি মার্কেটের সামনে গ্রেফতার আসামি কাইল্লা মুরাদ ও বাঘা রাজুসহ কয়েকজন সন্ত্রাসী মিলে ধারালো অস্ত্র ও চাপাতি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে গুরুতর আহত অবস্থায় ডালিককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ডালিমের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলার ছায়া তদন্ত করে রোববার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কদমতলী এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি ও কিশোর গ্যা লিডার কাইল্লা মুরাদ ও বাঘা রাজুকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কদমতলী এলাকার মুরাদপুর ও পাটেরবাগে তাদের কিশোর গ্যাং বাহিনী রয়েছে। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছেন দীর্ঘদিন ধরেই তারা চুরি, ছিনতাই, মারামারি ও চাঁদাবাজি করে আসছিলেন। তাদের গ্যাংয়ের সদস্যদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কদমতলী থানায় আরও একটি পৃথক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: