শিরোনাম

South east bank ad

রাজধানীতে মাদক জব্দ, র‌্যাব-২ এর হাতে আটক ২

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

রাজধানীতে মাদক জব্দ, র‌্যাব-২ এর হাতে আটক ২

রাজধানীর শেরেবাংলা নগর ও কলাবাগান থানা এলাকায় পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২।

আটকরা হলেন, ফারুকুল ইসলাম ও মো. তাইবুর রহমান। রবিবার রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা ও ৯০ বোতল ফেনসিডিলি উদ্ধার করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-২ এর সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত পৌনে ১১টার দিকে পূর্ব রাজাবাজারের ৩৫/১ নম্বর বাসার সামনের সড়ক থেকে ফারুকুল ইসলামকে আটক করা হয়। তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ফারুকুল জিজ্ঞাসাবাদে জানায়, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্য নতুন কৌশলে অবৈধভাবে আসা ফেন্সিডিল স্বল্প মূল্যে কিনে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। অপরদিকে রবিবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-২ এর একটি দল কলাবাগানের পান্থপথ, গ্রিন রোড আজমেরী কমপ্লেক্সের সামনের সড়ক থেকে তাইবুর রহমানকে আটক করে। তাইবুরের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে তিনকেজি গাঁজা পাওয়া যায়।

তাইবুর জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ধরে গাঁজা সুকৌশলে ঢাকার বিভিন্ন জায়াগায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: