শুধু মাঠে নয় অনলাইনেও সচেতনতা বাড়াতে কাজ করছে র্যাব-৮

মাঠপ্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করার পাশাপাশি অনলাইনেও কাজ করে চলেছে র্যাব-৮ বরিশাল । অনলাইনে উগ্রবাদীদের দমনে ও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে চলেছে এলিট ফোর্স র্যাব-৮ এর বরিশাল ইউনিট।
র্যাব-৮ বরিশাল এর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে প্রতিনয়ত জঙ্গীবাদ, মৌলবাদ, ভেজালবিরোধী, চোরাকারবারী, চাঁদাবাজ, মাদককারবারী, গুজবকারীসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক পোষ্ট প্রতিদিনই দেওয়া হচ্ছে । এতে করে জনমনে র্যাবের সার্বিক কার্যক্রমের প্রতি আস্থা বাড়ছে । পাশাপাশি র্যাব-৮ এর এসব সচেনতামূলক পোষ্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ জনপদের বহুমানুষ উপকৃত হচ্ছে ও ভ্রান্ত ধারনা থেকে মুক্তি পাচ্ছে ।
তাছাড়া অনলাইন প্রতারনা , নারী পাচারকারী, ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠিন-কঠোরনীতি গ্রহন করায় ও এ নিয়ে অনলাইনে সচেতনতামূলক ও হুশিয়ারিমূলক প্রচরণা করায় এ জনপদের অসংখ্য নারীদের কাছে র্যাব-৮ আজ আস্থার জায়গায় পরিনত হয়েছে ।
তাছাড়া বিভিন্ন জাতীয় দিবসে পুলিশের বিশেষায়িত বাহিনীর পোষ্টগুলো প্রতিনিয়ত তরুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা সাক্ষ্য দেয়।
র্যাব ৮ এর অনলাইনে এ গনসচেতনতামূলক পোষ্ট আগে থেকে চলমান থাকলেও বর্তমান অধিনায়ক জামিল হাসানের যোগদানের পর থেকে বেড়েছে ।
বর্তমানে র্যাব ৮ বরিশাল, বরগুনা, পটুয়খালী, রাজবাড়ী, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরে তাদের কার্যক্রম জনস্বার্থে বিদ্যমান রেখেছে ।