হেরোইন কিনতে এসে র্যাব-৫ এর হাতে ধরা দুই যুবক

রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় কোটি টাকার হেরোইনসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার সরমংলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে সাজিদ হোসেন (২৩) ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভুমরাদহ গোড়া ধাপপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে শাহরিয়া শুভ (২১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় গোদাগাড়ীতে হেরোইন কিনতে আসেন দুই যুবক। তাদের কাছ থেকে ৯২০ গ্রাম হেরোইন পাওয়া গেছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৯২ লাখ টাকা। দুই যুবকের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।