সীতাকুণ্ডে ফেনসিডিল ও গাঁজাসহ ২ জন আটক করেছে র্যাব-৭

সীতাকুণ্ড থানার ভাটিয়ারি এলাকা থেকে ৯৯ বোতল ফেনসিডিল ও ১৪ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব-৭। তারা হলেন চান্দগাাঁও থানার ৬ নম্বর ওয়ার্ড সিরাজ কন্ট্রাক্টর বাড়ির আব্দুস সালামের ছেলে মো. আবু সুফিয়ান (২৬) ও লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার পূর্ব কাঞ্চনপুর এলাকার মো. কালু মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন (২৮)। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ৬টার দিকে বিএমএ গেইটের দক্ষিণ পার্শ্বের চৌধুরী মার্কেট থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি জানান, একটি প্রাইভেটকারের পেছনের দিকে চটের বস্তার ভেতর থেকে ৯৯ বোতল ফেনসিডিল এবং ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারটি (চট্টমেট্রো-গ-১১-৬৯৮৭) জব্দ করা হয়। আটক দুইজন জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারীদের নিকট বিক্রি করে আসছে।
উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা এবং উদ্ধার করা প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। আটক দুইজনসহ উদ্ধার করা মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।