শিরোনাম

South east bank ad

বরিশাল রেঞ্জের জুলাই/২০২০ মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার ভোলা

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

আজ ১৮ আগস্ট ২০২০ খ্রিঃ বরিশাল রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে জুলাই/২০২০ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রেঞ্জাধীন জেলা সমূহের মধ্যে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম সহ বিভিন্ন সূচকে চৌকস নেতৃত্ব, কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শন এবং আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার ভোলা, বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মহসিন আল ফারুক, সদর সার্কেল ভোলা, বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও এস আই (নিঃ) মোঃ হাবিবুর রহমান জেলা গোয়েন্দা শাখা, ভোলা বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল। 117226082_2709736202686512_3049227028897558121_n 117263438_2709736302686502_3532572909605934277_o 118131591_2709736132686519_9020167961493055915_o উক্ত সভায় এ কে এম এহসান উল্লাহ, অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল ও রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার সহ রেঞ্জ অফিসের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: