১১০ দৃষ্টি প্রতিবন্ধী ও ভিক্ষুকের ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিলেন রংপুরের এসপি বিপ্লব সরকার
আজ বুধবার বিকালে রংপুর জেলা পুলিশের আয়োজনে ১১০ দৃষ্টি প্রতিবন্ধী ও ভিক্ষুকের ঘরে খাদ্যসামগ্রী সহায়তা প্রদানের এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম।
উদ্বোধন কালে পুলিশ সুপার বলেন ‘আমরা আছি আপনাদের পাশে। মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্ক্ষা লেখা থাকে। সচেতন হউন, করোনা প্রতিরোধ করুন’ এ স্লোগানকে ধারণ করে জেলা পুলিশের পক্ষে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনা সংক্রমণ পরিস্থিতিতে নিম্ন আয়ের ১১০ দৃষ্টি প্রতিবন্ধী ও ভিক্ষুকসহ কর্মহীন হয়ে পড়া মানুষের কথা চিন্তা করে পাশে দাঁড়িয়েছেন রংপুর জেলা পুলিশ। বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও সঙ্গীত শিল্পী অন্তর রহমান এর সহযোগিতায় পুলিশ সদস্যরা নগরীর বিভিন্ন এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষের তালিকা তৈরি করে। পরে সে অনুযায়ী ১১০ জনের মাঝে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করা হয়। এসময় পুলিশ সুপার আরো জানান যে, রংপুর জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে।


