বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের পাশে বরিশাল রেঞ্জ ডিআইজি

আজ ২৯ মে ২০২২ খ্রিঃ রোজ রবিবার ভোর ৫ টার দিকে বরিশালের উজিরপুর থানাধীন বামরাইল সাকিনে বরিশাল-ঢাকা মহাসড়কের ওপর ঢাকা-ভান্ডারিয়াগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মারাত্মক দুর্ঘটনায় পতিত হয়। এই দুর্ঘটনায় ১০ জন নিহত হন এবং অন্তত ২০/২৫ জন যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে উক্ত দুর্ঘটনায় আহতদের সাথে দেখা করতে এবং চিকিৎসার খোঁজখবর নিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব এস এম আক্তারুজ্জামান । তিনি সেখানে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এসময় বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।