সংক্রমণরোধে সরকার ঘোষিত কর্মসুচি বাস্তবায়নে ভোলায় পুলিশি কার্যক্রম অব্যাহত

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত দ্বিতীয় দফার সর্বাত্মক লকডাউন শেষ হচ্ছে আজ বুধবার। এদিন থেকেই আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৫ মে মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ বহাল থাকবে।
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ ও লকডাউন কর্মসুচি বাস্তবায়নে ভোলা জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহন করেছে। আজ বুধবার (২৮ এপ্রিল) ভোলা জেলাধীন সকল থানার উদ্যোগে করোনা ভাইরাস (Covid-19) এর বিস্তার রোধকল্পে লকডাউন কর্মসুচি পালনে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্থানে (বাজার, বাসস্ট্যান্ড, মোড়/পয়েন্টে) সকলকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা, স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে পুলিশের মুভমেন্ট পাস নিয়ে চলাচল করা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্য সুরক্ষা মেনে কেনাকাটা নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় লোকজন ঘোরাফেরা রোধকল্পে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম অব্যাহত আছে।