তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস তবুও লকডাউন কার্যকরে তৎপর পাবনা পুলিশ প্রশাসন

গতকাল পাবনার তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রী সেলসিয়াস। এই তপ্ত রোদে লকডাউন কার্যকরে সকাল থেকে রাত অবধি পাবনা জেলার ১১ টি থানায় পুলিশ সদস্যরা রোজা রেখে দায়িত্ব পালন করছেন। রোদের তাপে আর ঘামে অনেকে ডিহাইড্রেশনে আক্রান্ত হচ্ছে।তবুও দায়িত্ব পালনে আমরা ক্লান্তিহীন। লকডাউন কার্যকর করতে ও সরকারী নির্দেশনা প্রতিপালনেন তৎপর পাবনার পুলিশ প্রশাসন।
পাবনা জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৬৫ জন। তারপরেও বিভিন্ন অজুহাতে রাস্তায় অগণিত মানুষ। যাদের শত শত অজুহাত বাড়ীর বাইরে আসার। কেউ এসেছেন বাজার করতে ( যদিও পৌরসভায় ভ্যানের করে সবজি বিক্রি করা হচ্ছে), কেউ তরমুজ কিনতে, কেউ ব্যাংকে যাবেন , কেউ এক পাতা প্যারাসিটামল কিনতে মটর সাইকেল নিয়ে বের হচ্ছেন, কেউ বন্ধুর সাথে দেখা করতে যাবেন, কেউ পাওনা টাকা আদায়ে।
প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে , " আপনারা জরুরী প্রয়োজনে বাইরে বের হতেই পারেন, তবে একটু পরিকল্পনা করে একদিনেই হাতের কাজগুলোই সেরে ফেলুন। একেকদিন একেক অজুহাতে সপ্তাহের সাতদিন বাইরে বের হওয়ার অভ্যাস ত্যাগ করুন।
করোনা প্রতিরোধে ভূমিকা রাখুন।"