সার্জেন্ট নাসিমের সাহসিকতায় বড় ধরনের অগ্নিকান্ড থেকে রক্ষা

২৬ মার্চ ২০২১ খ্রি.। ঘড়ির কাটায় তখন সকাল ১০টা। রাজধানীর গুলিস্থান ট্রেড সেন্টার মার্কেটের চারপাশে কর্মব্যস্ত মানুষের ভীড়। হঠাৎ মার্কেটের সন্নিকটে বৈদ্যুতিক ট্রান্সফর্মার থেকে প্রচন্ড বেগে ধোঁয়ার উদগীরণ চোখে পড়ে। ভয়ে মানুষ এদিক ওদিক ছুটাছুটি শুরু করে। তখন ওই এলাকায় দ্বায়িত্বরত ছিলেন ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগের সার্জেন্ট নাসিম। কাল বিলম্ব না করেই অগ্নিদুর্ঘটনা মোকাবেলায় এগিয়ে এলেন প্রশিক্ষিত নাসিম। নিজের জীবন বিপন্ন করে ঝুঁকি নিয়ে মার্কেটের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে নেমে গেলেন আগুন নেভানোর কাজে। সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন তিনি।
সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় মানুষের জীবন ও সম্পদ। স্বস্তি ফিরে আসে গুলিস্থান এলাকার ব্যবসায়ী মহল এবং সাধারণ জনগণের মাঝে। সবাই সাধুবাদ জানান সার্জেন্ট নাসিমকে।
শুধু সার্জেন্ট নাসিমই নয়, এভাবেই মানুষের পাশে থেকে দেশ ও জনগণের কল্যাণে অহর্নিশ কাজ করে চলেছেন বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যগণ।