রাজশাহীতে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন

গতকাল ২৭ মার্চ ২০২১ দুপুর ১২.০০ টায় কালেক্টর মাঠ, রাজশাহীতে জেলা প্রশাসন, রাজশাহী ’’বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ’’ উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক । উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালী শেষে পুলিশ কমিশানর উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।