০১নং ও ০৩নং বিট পুলিশং কার্যক্রমের উদ্বোধন করলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার
“বিট পুলিশ বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে ০৭/১২/২০২০খ্রিঃ তারিখ কক্সবাজার পৌরসভার অন্তর্গত উত্তর নুনিয়ার ছড়া নামক স্থানে ১, ২ ও ৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত ০১নং বিট ও দক্ষিণ পাহাড়তলী (নতুন বাজার) নামক স্থানে কক্সবাজার পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত ০৩নং বিট পুলিশং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার, কক্সবাজার জনাব মোঃ হাসানুজ্জামান পিপিএম।
পুলিশ সুপার, কক্সবাজার তার বক্তৃতায় বিট পুলিশিং কি, ইহার গঠন, স্থানীয়ভাবে অপরাধ দমন ও তাৎক্ষণিক পুলিশি সেবাপ্রদানে এর ভূমিকা, ইত্যাদি সম্পর্কে উপস্থিত এলাকাবাসী ও জনগণকে বিস্তারিত অবহিত করেন। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
উক্ত অনুষ্ঠানে কক্সবাজার পৌরসভার সম্মানিত মেয়র, সম্মানিত উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

