পটুয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
১৩ অক্টোবর ২০২০ তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় পটুয়াখালী পুলিশ লাইন্সে জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও থানা হতে আগত (১১৫ জন) পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। উপস্থিত সদস্যগণ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার তৎক্ষণাৎ সমাধান প্রদান করেন। সভায় পিআরএল গমনকারী ০২ জন পুলিশ সদস্যকে শুভেচ্ছা উপহার ও ক্রেস্ট প্রদান করা হয় এবং আরআই পটুয়াখালী পুলিশ লাইন্স জনাব মোঃ শাহ্ আলম সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। আবেদনের ভিত্তিতে ০৫ জন পুলিশ সদস্যকে জেলা কল্যাণ তহবিল থেকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। অতঃপর পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে মূল্যবান দিকনির্দেশনা সমূহ তুলে ধরেন।
দুপুর ১২.০০ ঘটিকা হতে সন্ধ্যা ১৮.০০ ঘটিকা পর্যন্ত পুলিশ অফিস সম্মেলন কক্ষে সেপ্টেম্বর/২০২০ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ও গলাচিপা থানার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেফতার ও মূল রহস্য উদঘাটনকারী অফিসারকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। গলাচিপা থানার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার মূল রহস্য উদঘাটনকারী তদন্তকারী কর্মকর্তাকে আর্থিক পুরস্কারও প্রদান করা হয়। উক্ত অপরাধ সভায় গত মাসে রুজুকৃত মামলা সমূহ কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ উল্লেখ্য যে, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম নিজস্ব ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর নতুন ছবি অফিস রুমে প্রদর্শনের জন্য ইউনিট ইনচার্জগণকে হস্তান্তর করেন। এছাড়া মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের থানা সমূহে স্থাপনকৃত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত সাইনবোর্ড সকল অফিসার ইনচার্জদের নিকট হস্তান্তর করেন। একই সাথে উক্ত সার্ভিস ডেস্কের সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


