নীলফামারী জেলা পুলিশের বিট পুলিশিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
‘মুজিববর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার’. এই অঙ্গীকারে এবং ‘আপনার পুলিশ আপনার পাশে’, ‘তথ্য দিন সেবা নিন’ ও ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’
শ্লোগান তিনটিকে সামনে রেখে মোঙ্গলবার ২৮ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ দুপুর ০৩.০০ ঘটিকায়, পুলিশ লাইন্স নীলফামারীর ড্রিল শেডে বিট পুলিশিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার মোট ৭৪টি বিটের বিট পুলিশিং কর্মকর্তাগণ ছাড়াও ৬টি থানার অফিসার ইনচার্জগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম ।
এসময় পুলিশ সুপার মুখ্য আলোচক হিসাবে তাঁর ভাষণে বিট পুলিশিং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক অংশগ্রহণকারী অফিসারদের মাঝে তুলে ধরেন এবং জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দেওয়ার জন্য আইজিপি’র আহ্বান সকলের কাছে পূনর্ব্যক্ত করেন।
কর্মশালার শুরুতে বিট পুলিশিং বিষয়ে আইজিপি কর্তৃক অনুমোদিত বাংলাদেশ পুলিশের বিট পুলিশিং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিউর (SOP) ২০২০ সংক্রান্তে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান।
কর্মশালায় বিট পুলিশিং অফিসারদের বক্তব্য শোনেন অনুষ্ঠানের মুখ্য আলোচক সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সার্কেল) মোঃ রুহুল আমিন,অতিরিক্ত পুলিশ সুপার(সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার,ডোমার সার্কেল জয়ব্রত পাল, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আফজালুল ইসলাম, ওসি ডিবি কেএম আজমীরুজ্জামান, ডিআইও-১ মোঃ লাইছুর রহমান, টিআই মোঃ সেলিম আহম্মেদ, টিআই আবু নাহিদ পারভেজসহ জেলা পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা-সদস্য বৃন্দ।


