শিরোনাম

South east bank ad

সুন্দরবন ও উপকূলীয় এলাকার জন্য আইজিপি কর্তৃক দ্রুত গতিসম্পন্ন জলযান বিতরণ

 প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

গতকাল সুন্দরবন ও উপকূলীয় এলাকায় অপরাধমূলক কার্যক্রম নিমূলে বাংলাদেশ পুলিশের আইজিপি কর্তৃক বরাদ্দকৃত দ্রুত গতিসম্পন্ন জলযান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার), ডিআইজি, খুলনা রেঞ্জ। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), এ কে এম নাহিদুল ইসলাম,বিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস্) খুলনা রেঞ্জ। জনাব তোফায়েল আহম্মেদ, পুলিশ সুপার (অপারেশনস ও ট্রাফিক) এবং খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলার পুলিশ সুপারগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। FB_IMG_1595992888835 FB_IMG_1595992930004 FB_IMG_1595992905369 FB_IMG_1595992897529  
BBS cable ad

থানার কথা এর আরও খবর: