শিরোনাম

South east bank ad

গাইবান্ধায় তিন মটর সাইকেলসহ চোর সিন্ডিকেটের ৮ জন গ্রেফতার

 প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

গাইবান্ধা জেলায় চুরি, ছিনতাই, সন্ত্রাস, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান হিসেবে গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর নির্দেশে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মোস্তাফিজুরের রহমানের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম এস আই নওশাদ হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ বিভিন্ন এলাকায় অভিযান করিয়া আন্তঃজেলার মোটরসাইকেল চোর ( ১) জামাত আলী, আমিনুল ইসলাম, মোঃ আব্দুল্লা আল মামুন মিঠু ও সামাদকে আটক করে তাহাদের বলা মতে পাবনা জেলা হতে আসামী সামাদের বাড়ি হতে অদ্য ইং ১৬.৭.২০২০ তারিখ সকাল ৭. ০০ টায় সুন্দরগন্জ থানা এলাকা হতে চুরি যাওয়া মটর সাইকেল বাজাজ CT-100.ও বাজাজ প্লাটিনা-১০০ উদ্ধার করা হয়।উল্লেখিত আসামীদের বিরুদ্ধে সুন্দরগন্জ থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। ডিবির অপর একটি টিম ফুলছড়ি থানা এলাকার বাগবাড়ি এলাকা হতে (১) সাইদুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আবু হাসেম ও মোঃ খালেককে আটক করে চোরাইমটর সাইকেল টিভিএস মেট্রো -১০০ সিসি আসামী আবু হাসেমের বাড়ি হতে উদ্ধার করা হয়। উল্লেখিত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: