সুস্থ্য হয়ে ফিরলেন আরএমপি’র আট পুলিশ সদস্য
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আটজন করোনা আক্রান্ত সদস্য করোনা ভাইরাসকে জয় করে করোনা মুক্ত হয়ে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। গত ১১ জুন ২০২০ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদস্য প্রথম করোনা আক্রান্ত হন । এরপর হতে ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। এ পর্যন্ত আরএমপি’র মোট ৭০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে চিকিৎসাধীন ছিলেন অনেকে। ডাক্তার এবং হাসপাতালের সংশ্লিষ্টদের নিবিড় পরিচর্যা ও আন্তরিকতায় আক্রান্তদের মধ্যে থেকে আজ আটজন সদস্য করোনামুক্ত হলেন। আজ বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া পুলিশ সদস্যদের বিদায় দেন।
আক্রান্ত পুলিশ সদস্যদের বিষয়ে আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম মহোদয় এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সু-চিকিৎসার ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যরা করোনা মুক্ত হয়ে পূণরায় কাজে যোগদান করবেন।