শিরোনাম

South east bank ad

এসএমপি’র জালালাবাদ থানা পুলিশ কর্তৃক হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

 প্রকাশ: ২৯ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

আজ ভোররাতে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ শাহ্ আলম পুলিশ পরিদর্শক(তদন্ত) এবং সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গ্রেফতার অভিযান পরিচালনা করিয়া এসএমপি, সিলেট এর শাহপরাণ (রহঃ) থানাধীন বোরহান উদ্দিন(রহঃ) এর মাজার এলাকা হইতে জালালাবাদ থানার মামলা নং-০৮ তাং-১১/০৪/২০২০ এর পলাতক আসামী ফাহিম আহমদ(২৪) কে গ্রেফতার করা হয়। আসামীকে পুলিশ হেফাজতে আনিয়া ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হইলে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। অতঃপর মামলার তদন্তকারী অফিসার জনাব মোঃ শাহ্ আলম, পুলিশ পরিদর্শক(তদন্ত) আসামী ফাহিম আহমদ(২৪) কে সাথে নিয়া ঘটনায় ব্যবহৃত ছোরা সহ অপরাপর জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টাকালে আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে জালালাবাদ থানাধীন হায়দরপুর সাকিনস্থ জনৈক ছাদ উদ্দিনের বসত ঘরের উত্তর পাশের পরিত্যক্ত ঘর হইতে ঘটনায় ব্যবহৃত ০১টি ধারালো ছোরা উদ্ধার করা হয়। আসামী ফাহিম আহমদ(২৪) কে বিধি মোতাবেক অদ্য ২৯/০৬/২০খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে আসামী স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করে এবং বিজ্ঞ আদালতের নির্দেক্রমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, গত ০৯/০৪/২০২০ইং তারিখ রাত অনুমান ১১.২৫ঘটিকার সময় আসামী আলী হাসান, তায়েফদ্বয় মামলার ভিকটিম মৃত ফাহিম আহমদ(২৫)কে কৌশলে মিলাদ শরীফ হইতে ডাকিয়া নিয়া জালালাবাদ থানাধীন হায়দরপুর জামে-মসজিদের দক্ষিণ পাশে নির্ঝন স্থানে আসামী ফাহিম আহমদ(২৪) সহ অন্যান্য আসামীরা মিলে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছোরা দ্বারা আঘাত করিয়া খুন করিয়া পালিয়ে যায়।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: