কেএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবিরের উদ্যোগে ৩২শ’ পুলিশকে ফল উপহার
টসটসে পাকা আর টাটকা মধুফলের মেলা, আর এসব ফলের সুবাসে জিভে জল না এসে উপায় নেই। এটা কোনো ফলের বাগান কিংবা দোকান নয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তরে আনা বিভিন্ন রকম ফলের স্তুপ থেকে এ ঘ্রাণ আসছে। বাজার থেকে বাছাই করা এসব ফলের মধ্যে রয়েছে আম, কাঁঠাল ও আনারস। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবিরের উদ্যোগে এসব ফল দেওয়া হচ্ছে ৩২শ’ পুলিশ সদস্যদের মধ্যে। প্যাকেট করা এসব ফলের প্যাকেটের উপর লেখা রয়েছে- ‘পরম তীর্থ পরিবার সু-স্বাস্থ্যে অধিকার সবার। আজ রোববার (২৮ জুন) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার বলেন, কেএমপি কমিশনারের উদ্যোগে মধুমাসের ফল কেএমপিতে কর্মরত ৩২শ’ পুলিশকে উপহার দেওয়া হচ্ছে। ভয়াবহ করোনার বিরুদ্ধে সম্মুখ সারিতে যারা যুদ্ধ করছেন তাদের মধ্যে পুলিশ অন্যতম। করোনাকালীন সময়ে পুলিশ সদস্যদের স্বাস্থ্য, পুষ্টি, রোগ প্রতিরোধ ও খাদ্য চাহিদা পূরণের জন্য এ ফল দেওয়া হচ্ছে।
এদিকে কেএমপি কমিশনারের উদ্যোগে এমন ব্যতিক্রম উপহার পেয়ে খুশি পুলিশ সদস্যরা।