শিরোনাম

South east bank ad

ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে হামলায় আটক ৯ : পুলিশ সুপার আলিমুজ্জামান এর সংবাদ সম্মেলন

 প্রকাশ: ০৮ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমান সরকারী চাল, অবৈধ অস্ত্র, দেশী-বিদেশী টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বেলা সাড়ে আজ ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আলিমুজ্জামান জানান, জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়। সেই মামলায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, একটি অনলাইন পোর্টালের জেলা প্রতিনিধি রেজাউল করিম বিপুল, আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান মামুন, ইয়াসমিন সুলতানা বন্যা, এনামুল হক জনি, অমিয় সরকার, জাহিদ খান, নারায়ন চক্রবর্তীকে আটক করা হয়। সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। আটককৃতদের মধ্যে সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হাসান রুবেল ও রেজাউল করিম বিপুলের কাছ থেকে ৩টি পিস্তল, ৯১ রাউন্ড গুলি, ২টি শর্টগান, ১৮০টি কার্তুজ উদ্ধার করা হয়। তাদের হেফাজতে থাকা ৩ হাজার ইউএস ডলার, ২৯ লাখ নগদ টাকা, ১২শ বস্তা সরকারী চাল, বেশকিছু বিদেশী মদ, ইয়াবা উদ্ধার করা হয়। গত ১৬ই মে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার শহরস্থ গোয়ালচামটের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালী থানায় ২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার অপর আসামিদের আটকের চেষ্টা চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এদিকে, বরকত-রুবেল-বিপুলসহ ৯ জনের আটকের ঘটনায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকালে শহরে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে দলীয় নেতা-কর্মীরা মিষ্টি বিতরন করেন।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: