শিরোনাম

South east bank ad

পুলিশ খুঁজছে ৬৬ জন করোনা রোগীকে

 প্রকাশ: ১৫ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

পুলিশ খুঁজছে ৬৬ জন করোনা রোগীকে
পুলিশ হন্য হয়ে খুঁজছে ৬৬ জন করোনা রোগীকে। গত তিন দিনে এরা হাসপাতাল থেকে পালিয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের খাতায়ও এদের নাম রয়েছে। এরা আসলে গেল কোথায়? তথ্য অনুসন্ধান করে দেখা গেছে তারা নিজের বাড়িতেও যায়নি। ধারণা করা হচ্ছে এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছে। কারণ কি? লোকলজ্জার ভয়ে! পরিবারকে ‘একঘরে’ হওয়ার ভয় থেকে বাঁচাতে! কেউ কেউ অবশ্য বলছেন প্রচণ্ড ভয় কাজ করছে তাদের মধ্যে। প্রশ্ন উঠেছে হাসপাতাল থেকে এরা কিভাবে নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেল।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: