জ্বর নিয়ে রাস্তায় পড়ে থাকা যুবককে হাসপাতালে নিল পুলিশ

সাতক্ষীরার আলীপুর ইউনিয়নের মাহমুদনগর এলাকায় প্রচণ্ড জ্বর নিয়ে রাস্তার পাশে পড়ে থাকা এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
শনিবার দুপুরে ওই যুবককে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন, করোনার উপসর্গ নিয়ে খুব অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়েছিল ওই যুবক। পরে পুলিশের নজরে আসলে তাকে উদ্ধার করে ভ্যানযোগে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সদস্য ও গ্রাম পুলিশের যৌথ সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মানস কুমার বলেন, যুবকের শরীরের তাপমাত্রা অনেক বেশি। করোনার উপসর্গ রয়েছে তার। আগামীকাল (রোববার) তার নমুনা সংগ্রহে করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
তিনি বলেন, ওই যুবক ঠিকমতো কথা বলতে পারছে না। নাম সিরাজ ও বাড়ি খুলনার হরিণটানা থানায় এইটুকু জানিয়েছে। কিভাবে এখানে আসলো সে ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায়নি। তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত বলেন, রোগীকে ভ্যানযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে তাপমাত্রা অধিক। সম্ভবত করোনার উচ্চ ঝুঁকির এলাকায় ভ্রমণ করেছে এই যুবক। পরীক্ষার পর করোনার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।