শিরোনাম

South east bank ad

দৌলতখান মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

 প্রকাশ: ২৯ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

এম মিরাজ হোসেন (ভোলা) :

আজ শনিবার দুপুর ৩টার দিকে দৌলতখান ভবানীপুর ইউনিয়ন মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীর পাড় থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে দৌলতখান থানা পুলিশ। তবে প্রাথমিকভাবে উদ্ধারকৃত ব্যক্তির নাম পরিচয় জানা কিছুই যায় নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে  স্থানীয় লোকজন মেঘনার পাড়ে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি দৌলতখান থানায় অবগত করলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে  নিয়ে যায়। তবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ব্যক্তির বয়স ৪৫ হতে পারে। 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি আমৃত্যু মামলা দায়ের করা হয়েছে । লাশের শরীরে আঘাতের কোন চিহৃ নেই তাই মৃত্যুটি স্বাভাবিক বলে মনে হচ্ছে।ময়নাতদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আমরা মৃত্যুর সঠিক কারন বলতে পারবো।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: