শিরোনাম

South east bank ad

বাস চাপায় প্রাণ গেল মাহিন্দ্র'র এক যাত্রীর

 প্রকাশ: ২৩ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

রাসেল আহমেদ (ময়মনসিংহ):

ময়মনসিংহে বাস চাপায় মাহিন্দ্র গাড়ির এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

রবিবার (২৩ মে) সকাল সোয়া ৮টার দিকে সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাস সদর উপজেলার শিকারীকান্দা এলাকায় যাত্রীবাহী মাহিন্দ্রগাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: