South east bank ad

আড়াইহাজার ফেরিঘাটে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 প্রকাশ: ২৩ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):

রবিবার (২৩-০৫-২০২১) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় রাস্তার পাশে, একটি অজ্ঞাত ব্যক্তির লাশের দেখা মিলে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তা থেকে প্রায় ৩০ গজ সামনে, বিশনন্দী ফেরিঘাট একালার, রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে রয়েছে লাশটি। লাশটি একটি পুরুষের।

স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, সকালে ঘটনাস্থলের আশেপাশে থাকা একজন মহিলা প্রথম লাশটিকে দেখতে পায়। ঘটনা জানতে পেরে ঐস্থানে লোকজন ভিড় করে। পরে পুলিশকে অভিহিত করা হয়।

আনুমানিক ৭: ৩৪ মিনিটের দিকে ঘটনাস্থলে, আড়াইহাজার থানার পুলিশ পৌঁছায়। পুলিশ পৌঁছে তথ্য সংগ্রহ করে, লাশটিকে ময়নাতদন্তের জন্য থানায় পাঠিয়ে দেয়।

পুলিশ সূত্র জানায়- অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। লাশটি একটি পুরুষের। লাশের ধর্ম ইসলাম, বয়স আনুমানিক ৪৫ বছর। লাশটির উচ্চতা আনুমানিক ৫'৪" ইঞ্চি। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। লাশের ঠিকানা এখনো পর্যন্ত জানা যায়নি। আমাদেরকে পুলিশ আরো জানায়- লোকটি সড়ক দূর্ঘটনায় মারা যায়। লাশের মুখে রক্তক্ষরণ এখনো হচ্ছে। তাই, ঘটনাটি ভোর আনুমানিক ৫ টার সময় ঘটে বলে তারা ধারণা করেন।

আড়াইহাজার থানার গোপালদী ফাঁড়ির এসআই শফি উদ্দীন জানায়, প্রবল বেগে ধেয়ে আসা গাড়ির ধাক্কায় লোকটি ঐ স্থানের পাশে গিয়ে ছিটকে পড়ে, ঘটনা স্থানেই মারা যায় লোকটি। লোকটির সাথে কোনকিছু মেলেনি। শুধু অর্ধ খাওয়া একটি আপেল পাওয়া যায়। পুলিশ মনে করেন, লোকটি রাস্তা দিয়ে যাওয়ার সময়, পিছন থেকে গাড়ি এসে ধাক্কা দেয়,পরে রাস্তায় মুখ লেগে থেতলে যায় পুরো চেহারা।

তিনি বলেন, লোকটির সব পরিচয় জানার জন্য লাশটিকে থানায় নেওয়া হয়েছে। পরবর্তীতে সব কিছু সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: