খুলনায় ৪ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক বিক্রেতা গ্রেফতার

খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক বিক্রেতা গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় আজ বুধবার (২৮ এপ্রিল) সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হল- কক্সবাজারের চকরিয়ার পূর্ব সুরাজপুর মগপাড়া বিলের বাদশা মিয়ার ছেলে মোঃ রাকিব (২০), কক্সবাজার ঈদগাঁও থানাধীন বিলিজারপাড়ার নাপিতখালীর মোঃ রমজান আলীর ছেলে মোঃ মিজান ওরফে কামাল (২৮) এবং বাগেরহাটের মোড়েলগঞ্জের বারইখালীর মোঃ বারেক মোল্লার ছেলে মোঃ ইব্রাহীম মোল্লা (২৪)। খুলনার জিরোপয়েন্ট থেকে রূপসা ব্রীজগামী টুঙ্গীপাড়া বাস কাউন্টারের সামনে মহাসড়কের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।