শিরোনাম

South east bank ad

ভোলার ইলিশা থেকে ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

ভোলার ইলিশা থেকে ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সিমা বেগম (ভোলা):

ভোলায় বিশেষ অভিযানে ০৬ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বৃহস্পতিবার বিকালে, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলার তত্ত্বাবধানে,এসআই মোঃ ফরিদ সঙ্গীয়, এস আই মাইনুল হাসান, এস আই গুলজার হোসেন সঙ্গীয় ফোর্স ইলিশা পুলিশ তদন্তকেন্দ্র, ভোলা বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান ভোলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড কালুপুর সাকিনস্থ ইলিশা চটের মাথা লঞ্চ ঘাটের বেরিবাঁধের উপর হইতে ১। মোঃ আজাদ মিয়া (৩০), পিতা- মোঃ ধন মিয়া, ২। মোঃ ইকবাল হোসেন (২৮), পিতা-মৃত আরব আলী, উভয় সাং-বাবুচি বাজার আদর্শ গ্রাম, ৩। জসিম উদ্দিন (২৬), পিতা-হিরন মিয়া, সাং-আমানগনডা, সর্ব থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এর হেফাজত হইতে ০৬ (ছয়) কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। মাদক মামলা প্রক্রিয়াধীন আছে।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: