মুরগীবহনকারী পিকআপে ৩০০০০ ইয়াবা : পিকআপসহ ৩ জনকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: তারিক রহমানের নেতৃত্বে পটিয়া থানা পুলিশের একটি দল গতকাল পটিয়া থানাধীন কমলমুন্সিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে মুরগীবহনকারী পিকআপে করে পাচারকালে ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপসহ আসামি ১। দেলোয়ার হোসেন (২৮), আসামী ২। মোঃ জুলহাস (২৪) ও আসামী ৩। মোঃ স্বপন(২১)’কে গ্রেফতার করে। এ সংক্রান্তে পটিয়া থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।