বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে নরসিংদী জেলা পুলিশের নানা আয়োজন

গতকাল (১৭ মার্চ ২০২১) খ্রি. বুধবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
পরবর্তীতে জয় বাংলা চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর ও পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নরসিংদী।
এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।