শিরোনাম

South east bank ad

৪০০ গ্রাম গাঁজা এবং ৩০ ইয়াবাসহ ৭ জনকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ

 প্রকাশ: ১১ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

৪০০ গ্রাম গাঁজা এবং ৩০  ইয়াবাসহ ৭ জনকে  গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ


গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) আব্দুল হান্নান শেখ(২১), পিতা-আব্দুল হালিম শেখ, সাং-১নং কাষ্টমঘাট(ফরিদের ইটের গোলার কর্মচারী), থানা-খুলনা সদর; ২) মোঃ জয়নাল আকন(২৩), পিতা-ছগির আকন, সাং-হাজী তমিজ উদ্দীন সড়ক, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) হাসানুজ্জামান হানিফ(২২) পিতা-মোঃ আকব্বর শেখ, সাং-খাড়ইখালী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-ইসলাম কমিশনারের মোড় বানরগাতী, থানা-সোনাডাঙ্গা মডেল; ৪) মোঃ সবুজ ঢালী(৩২), পিতা-মৃত: আব্দুল হামিদ ঢালী, সাং-টুঙ্গিপাড়া (পঞ্চপল্লী প্রাইমারী স্কুলের পাশে), থানা-কালীগঞ্জ, জেলা-সাতক্ষীরা; ৫) মোঃ মনোয়ার হোসেন(৬৮), পিতা-মৃত: বুধধান মিয়া, সাং-নর্থ জোন এ/৩০, রোড নং-২৬৫, (বিহারী ভাসমান), থানা- খালিশপুর; ৬) লাবনী বেগম(২৫), স্বামী- করিম বাবু@পয়েন্ট বাবু, সাং-নতুন ঘোষগাতী, থানা- মোল্লারহাট, জেলা-বাগেরহাট, এ/পি সাং-নর্থ জোন এ/৩০, রোড নং-২৬৫, থানা- খালিশপুর এবং ৭) মোঃ সোহাগ সরদার(২৭), পিতা-মৃত: মোঃ হারুনুর রশিদ সরদার, সাং-এম-৭৬ এর পাশে, ওয়ার্ড নং-২১, রেলওয়ে হাসপাতাল রোড, থানা-খুলনা সদর, খুলনা মহানগরীদের’কে খুলনা মহানগরের বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৪০০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: