শিরোনাম

South east bank ad

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

ভোলায় ১  কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিমা বেগম (ভোলা): অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার সার্বিক তত্ত্বাবধানে আজ রবিবার এস. আই (নিঃ) মানিক লাল হালদার ও সংগীয় ফোর্স বোরহানউদ্দিন থানাধীন, ফুল কাচিয়া ০৫নং ওয়ার্ড কাচিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১৷ মোঃ আলম মাঝি (৪০), পিতা- মোঃ মোফাজ্জল মাঝি, সাং- ০৫নং ওয়ার্ড কাচিয়া ইউপি থানা- বোরহানউদ্দিন, জেলা ভোলাকে ০১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: