শিরোনাম

South east bank ad

দায়িত্ব নিয়েই সাংবাদিক ও স্থানীয় জনগনের সার্বিক সহযোগিতা কামনা করলেন পটুয়াখালীর পুলিশ সুপার

 প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

দায়িত্ব নিয়েই সাংবাদিক ও স্থানীয় জনগনের সার্বিক সহযোগিতা কামনা করলেন পটুয়াখালীর পুলিশ সুপার

সম্প্রতি পটুয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম। পটুয়াখালী জেলা পুলিশ এর পক্ষ হতে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ ) মোঃ মাহফুজুর রহমান ও জেলার অন্যান্য উর্ধ্বতন অফিসারবৃন্দ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে পটুয়াখালী জেলায় স্বাগত জানান। মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম দায়িত্বভার গ্রহণের পরপরেই পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে এবং সকল থানার অফিসার ইনচার্জ, তদন্তকেন্দ্র, ফাঁড়ী, ক্যাম্প এর ইনচার্জদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন। সভায় পুলিশ সুপার আইজিপি এর ৫ দফা,বিট পুলিশিং কার্যক্রম এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও প্রদান করেন। গত ০৬ মার্চ ২০২১ পুলিশ সুপার পটুয়াখালী প্রেস ক্লাব,প্রিন্ট মিডিয়া ও সাংবাদিকবৃন্দের সহিত মতবিনিময় করেন যেখানে প্রেসক্লাবের সভাপতি,সাধারন সম্পাদকসহ বিশিষ্ট সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মত বিনিময় সভায় পুলিশ সুপার পটুয়াখালী জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, মাদক নির্মুল ,কিশোর অপরাধ দমন, সড়ক দুর্ঘটনা কমানো,যানজট নিরসন, চুরি,ডাকাতি ও জঙ্গীবাদমুক্ত পটুয়াখালী বিনির্মাণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সম্মানিত সাংবাদিকবৃন্দের ও পটুয়াখালীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: