হাতিরঝিল থেকে আরও ৪৫ জন আটক

দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর হাতিরঝিলে বেড়াতে আসা বিনোদনপ্রেমীদের অবসর উদযাপন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও হয়রানিমুক্ত রাখার লক্ষ্যে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার ৪৫ জনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ ও ডিএমপি'র বিশেষ টিম।
যাচাই-বাছাই শেষে আটকৃতদের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পরিচালিত বিশেষ অভিযানে ০২ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ৩৪৩ জনকে আটক করে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।