নেশা জাতীয় সিন্টা ট্যাপেনটাডল ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: জাহিদুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় ইং ১৪/০১/২০২১ তারিখ পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মুহাঃ মাসুদুর রহমানের নেতৃত্বে এস.আই মোঃ আমিনুল হক সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে বেলা ১৪.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ রেলগেট হইতে চুয়াডাঙ্গাগামী রাস্তায় রেলগেট ও জেহালা মোড়ের মাঝে মো: শহিদুল মোল্লা(৫০), পিং- মৃত আফসার মোল্লা, সাং- জেহালা বাজার এর ওয়েলডিং দোকানের সামনে রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ খোরশেদ আলম (৪০). পিং- মৃত মোবারক আলী, সাং-সন্তোষপুর, থানা-খোকসা, জেলা- কুষ্টিয়াকে ১০০০ পিচ (১০০^১০=১০০০) বিক্রয় নিষিদ্ধ নেশা জাতীয় সিন্টা ট্যাপেনটাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাঃ মাসুদুর রহমান তাৎক্ষনিক বিষয়টি পুলিশ সুপার, চুয়াডাঙ্গাকে অবহিত করেন এবং সঙ্গীয় অফিসার এস,আই মোঃ আমিনুল হক উদ্ধারকৃত নেশা জাতীয় সিন্টা(ট্যাপেনটাডল) ট্যাবলেট ইং ১৪/০১/২০২১ তারিখ বেলা ১৪.২০ ঘটিকার সময় জব্দ তালিকা মুলে জব্দ করেন। অভিযান শেষে থানায় আসিয়া এস.আই মোঃ আমিনুল হক এজাহার দায়ের করিলে আলমডাঙ্গা থানার মামলা নং-১৫, তাং-১৪/০১/২০২১, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ক্রমিক নং- ২৯(ক) রুজু করায় হয়।