প্রতিদিন ১২ ঘণ্টা শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে প্রতিদিন ১২ ঘণ্টা করে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে নির্দেশনা নিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার (২৯ আগস্ট) সকালে ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে এই নির্দেশনা দেন তিনি।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রতিদিন ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে। মূলত নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে এই নির্দেশনা দেয়া হয়েছে।