শিরোনাম

South east bank ad

ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি রিনভী, সাধারণ সম্পাদক রাশেদ

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের নিউজ এডিটর শারমীন রিনভী। নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার এস এম রাশেদুল ইসলাম।

শুক্রবার (০৬ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২০-২১ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে শারমীন রিনভী ১২৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশের প্রথম অনলাইন বিজনেস পোর্টাল অর্থসূচক ডটকমের সম্পাদক জিয়াউর রহমান পেয়েছেন ৯০ ভোট।

এদিকে এ নির্বাচনে সহ-সভাপতি পদে শফিকুল আলম এবং অর্থ-সম্পাদক পদে রেজাউল হক কৌশিক বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান আরিফ পেয়েছেন ৬৪ ভোট।

নির্বাচনে কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- সিরাজুল ইসলাম কাদির (প্রাপ্ত ভোট ১৫০), সৈয়দ শাহনেওয়াজ করিম (প্রাপ্ত ভোট ১২৫), আজিজুর রহমান রিপন (প্রাপ্ত ভোট ১১৭) এবং রহিম শেখ (১১৬)। এ পদে মোট প্রতিদ্বন্দ্বী ছিলেন ছয়জন। অন্য দুইজনের মধ্যে বদিউল আলম পেয়েছেন ১১৩ ভোট ও সুনীতি কুমার বিশ্বাস পেয়েছেন ১০৯ ভোট।

ইআরএফের ২৩৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২১৬ জন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়েছে।

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: