শিরোনাম

South east bank ad

করোনা থেকে মুক্ত হয়েছেন তথ্যমন্ত্রী

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. হাছান মাহমুদ । আজ রবিবার তার করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন মন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) মকবুল হোসেন। তথ্যমন্ত্রীর স্ত্রী'র করোনা টেস্টের ফলও নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন তিনি। তবে তথ্যমন্ত্রীর স্ত্রী করোনায় আক্রান্ত ছিলেন না।

এপিএস মকবুল জানান, মন্ত্রী মহোদয় হয়তো আজকের মধ্যেই বাসায় ফিরবেন। করোনাকালীন প্রায় প্রতিদিনই সচিবালয়ে দাপ্তরিক কাজ করছিলেন তথ্যমন্ত্রী। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায়ও মন্ত্রণালয়ের নথিপত্র স্বাক্ষর অব্যাহত রেখেছেন।
এর আগে গত ১৬ অক্টোবর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তথ্যমন্ত্রীর। এরপর তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। তবে তার শারীরিক কোনো জটিলতা ছিল না।

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: