শিরোনাম

South east bank ad

তথ্যমন্ত্রীকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

করোনাভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো। রবিবার বিকেলে তাকে স্থানান্তর করা হয়।

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন জানান, মন্ত্রী সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শেই তিনি হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে, গত শুক্রবার রাতে করোনার উপসর্গ নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। পরে তার করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: