শিরোনাম

South east bank ad

সাংবাদিক হায়দার আলীকে বিশেষ সম্মাননা দিলেন বসুন্ধরা ভাইস চেয়ারম্যান

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় বসুন্ধরা গ্রুপের বিশেষ প্রসংশা পেয়েছেন সাংবাদিক হায়দার আলী। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তাঁকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। বুধবার (২ সেপ্টেম্বর) বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে হায়দার আলীর হাতে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এই সম্মাননা তুলে দেন। যাতে রয়েছে একটি প্রশংসা পত্র ও আর্থিক পুরষ্কার। এর আগে গত জুলাইয়ের শেষ সপ্তাহে মানবপাচার প্রতিরোধে সংবাদমাধ্যমে লেখনির মাধ্যমে অবদান রাখায় সাংবাদিক হায়দার আলীর প্রশংসা করে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম। এদিন, সংস্থাটির ফেসবুক পেইজে প্রশংসা জানিয়ে লিখে, 'সাংবাদিক হায়দার আলী অনেক বছর ধরে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে মানব পাচার প্রতিরোধে অবদান রাখছেন। তার প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পেরেছি মানব পাচারের ভয়াবহ চিত্র, যা বিভিন্ন পক্ষকে মানব পাচার প্রতিরোধে কাজ করতে সহায়তা করেছে।' সাফওয়ান সোবহান সাক্ষরিত প্রশংসা পত্রে বলা হয়, 'দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত হওয়া আপনার অসাধারণ প্রতিবেদনের জন্য আপনাকে ধন্যবাদ, প্রশংসিত করতে চাই এবং আশা করছি ভবিষ্যতেও এ ধারনের প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখবেন।' সম্প্রতি অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান হায়দার আলীকে পুরস্কৃত করেন। এরপরেই ভাইস চেয়ারম্যানের এই সম্মাননা পেলেন। এর আগে, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে গত বছরের ২৩ জুলাই থেকে ২৮ জুলাই ছয় পর্বের অনুসন্ধানী প্রতিবেদন বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছিল। স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি দেওয়া শ্রমিকদের স্বপ্নভঙ্গের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্যে সাংবাদিক হায়দার আলীকে পুরস্কৃত করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: