অ্যাডফার্ম ওনার্স ট্রেড অ্যাসোসিয়েশন এর নতুন এ কমিটি ঘোষণা
মা. নজরুল করিম ভূঁইয়া মজনুকে সভাপতি ও মো. আবু হানিফ খোকনকে সাধারণ সম্পাদক করে অ্যাডফার্ম ওনার্স ট্রেড অ্যাসোসিয়েশন এর নতুন এ কমিটি ঘোষণা করা হয়। আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। অ্যাডফার্ম ওনার্স ট্রেড অ্যাসোসিয়েশন অব বাংলাদশ’ এর পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্তভাবে আত্মপ্রকাশ করেছে।
গত ১৬ মে সকল সদস্যগণের উপস্থিতিতে ও সম্মতিতে সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্তির মাধ্যমে নতুন কমিটি আত্মপ্রকাশ করে। এ সময় একত্রিশ সদস্য বিশিষ্ট কার্যকরী ও পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এছাড়া কমিটির মেয়াদ ২ (দুই) বৎসর নির্ধারণ করা হয়।
নতুন কার্যকরী কমিটি হলো-
(১) সভাপতি- মা. নজরুল করিম ভূঁইয়া মজনু।
(২) সিনিয়র সহঃ সভাপতিঃ-কাজী নিজাম উদ্দিন শাহীন।
(৩) সহ-সভাপতিঃ- মোঃ মনির হোসেন সরকার।
(৪) সহ-সভাপতিঃ-মেঃ আনিছুর রহমান বাবু।
(৫) সহ-সভাপতিঃ- মোঃ সোহাগ হাওলাদার।
(৬) সাধারণ সম্পাদকঃ-মোঃ আবু হানিফ খোকন।
(৭) যুগ্ম সাধারণ সম্পাদকঃ-মোঃ মেজবাহ উদ্দিন।
(৯) সাংগঠনিক সম্পাদকঃ-মোঃ রিপন মিয়া।
(১১) কাষাধ্যক্ষঃ-মোঃ শাহীন আলম ফিরোজ।
(১২) সহ-কাষাধ্যক্ষঃ-মোঃ নাজমুল হোসাইন।
(১৩) তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদকঃ-মোঃ নজরুল ইসলাম সরকার।
(১৪) সহঃ তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদকঃ- ফয়েজ উদ্দিন বেলাল।
(১৫) দপ্তর সম্পাদকঃ- আবু সুফিয়ান মাঃ আহসান হাবিব।
(১৬) ধর্ম বিষয়ক সম্পাদকঃ-মোঃ সালাহউদ্দিন আহমদ।
(১৭) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদকঃ শিহাব মাহমুদ।
(১৮) ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ- মোঃ গিয়াস উদ্দিন।
(১৯) মহিলা সম্পাদিকাঃ- হাসিনা আক্তার শাহজাদী।
(২০) সদস্যঃ আবু জাফর।
(২১) সদস্যঃ- নিরঞ্জন চদ্র ভৌমিক (২২) মোঃ আলমগীর হোসেন।
(২৩) মিজানুর রহমান।
(২৪) মাহবুবুর রহমান খান।
(২৫) মোঃ ফুল মিয়া।
(২৬) সালাউদ্দিন আহমদ স্বপন।
(২৭) রাইসুল ইসলাম রান।
(২৮) আশরাফুল হোসাইন ইমন।
(২৯) মোস্তাফিজুর রহমান (রনি)।
(৩০) মোঃ শাহাদাত হোসন সবুর।
(৩১) বিষ্ণু কুমার দাস।
এছাড়া পাঁচ সদস্য বিশিষ্ঠ উপদষ্টামন্ডলীরা হলেন-
(১) এম এ রব।
(২) আলী আক্কাস মোল্লা।
(৩) মিজানুর রহমান চৌধুরী।
(৪) মোঃ নজরুল ইসলাম সিকদার।
(৫) মাঃ জাহাঙ্গীর আলম ফরিদ।