অবশেষে মামুনুল স্বীকার করিলো সকল ফোনালাপ তার নিজের : আশরাফুল আলম খোকন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে গত শনিবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক একজন নারীসহ অবস্থান করছেন এমন খবর পেয়ে স্থানীয় কিছু লোক, ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা তাঁর কক্ষটি ঘেরাও করেন। যদিও মামুনুল হক সঙ্গে থাকা নারীকে তাঁর দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে হেফাজতের একদল নেতাকর্মী, মাদ্রাসাছাত্র মিছিল নিয়ে এসে রয়েল রিসোর্ট নামের ওই অবকাশযাপন কেন্দ্রটিতে ভাঙচুর চালিয়ে মামুনুলকে ছিনিয়ে নিয়ে যায়।
গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে হট টপিক হেফাজত নেতা মামুনুল হকের নারীকাণ্ড। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেসসচিব আশরাফুল আলম খোকন। পাঠকদের জন্য আশরাফুল আলম খোকনের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-
অবশেষে মামুনুল স্বীকার করিলো সকল ফোনালাপ তার নিজের। এবং তিনি এটাও বলেছেন, ওনার স্ত্রীদের সাথে ফোনালাপ ফাঁস বেআইনি এবং এটা নাকি ইসলামী শরীয়ত বিরোধী। এর আগেও এই রকম. অনেক ফোনালাপ ফাঁস হয়েছে। তখন কিন্তু মামুনুল হকদের মুখ থেকে এইসব শরীয়তও- মারফত শুনি নাই। আরেকটা নতুন বানী দিয়েছেন।
তাবৎ পুরুষকূল, এই বানীটা শুনে একটা তৃপ্তির ঢেঁকুর কেটে ঘুমিয়ে যান। কাল থেকেই এই করোনাকালে সীমিত আকারে স্ত্রীদের সাথে প্র্যাকটিস শুরু করেন। বানীটি হলো……
“স্ত্রীকে সন্তুষ্ট করতে, স্ত্রীকে খুশি করতে প্রয়োজনীয় ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে”- আল মামুনুল।
মামুনুলের সীমিত মানবিক রুহানী সন্তানেরা এরপরও এই লোকটারে পীর মানবে। এদের জ্ঞান দাও প্রভু….