প্রেসক্লাব ভাঙচুর ও সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

কায়সার সামির (মুন্সীগঞ্জ) :
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ভাঙচুর ও সংবাদকর্মীদের ওপর হেফাজতের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। শুক্রবার বেলা ১২ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, হেফাজতের নেতাকর্মীরা দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে। পেশাগত দায়িত্বপালনকালে সংবাদকর্মীদের ওপর হামলা করেছে হেফাজতের নেতাকর্মীরা। ভাঙচুর করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। এসময় হেফাজতে ইসলামের সাংগঠনিক সংবাদ বর্জনের ডাকে সাড়া দেওয়ার আহবান জানান অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সভাপতি রাসেল মাহমুদ, দৈনিক সবুজ নিশান পত্রিকার সম্পাদক আবু সাঈদ সোহান, সহ-সভাপতি মাসুদুর রহমান, কোষাধ্যজ্ঞ ও বাংলা ট্রিবিউনের মুন্সীগঞ্জ প্রতিনিধি তানজিল হাসান, দৈনিক ইত্তেফাকের বাছিরউদ্দিন জুয়েল, আরটিভির শেখ মোঃ শিমুল, এনটিভির মঈনউদ্দিন সুমন, সময়ের আলোর জুয়েল রানা, বাংলা টিভির শেখ মোঃ রতন, দৈনিক আমাদের অর্থনীতির মাহবুব আলম বাবু, '৭১ টেলিভিশনের জসিমউদ্দিন দেওয়ান, প্রতিদিনের সংবাদের সুমন ইসলাম, আমাদের সময়ের নাদিম হোসাইন, ডিবিসির সাজ্জাদ হোসেন প্রমুখ।