শিরোনাম

South east bank ad

সুপ্রিম কোর্টে মওদুদের জানাজা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

সুপ্রিম কোর্টে মওদুদের জানাজা অনুষ্ঠিত

বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদের জানাজা অনুষ্ঠিত হয়েছে তার চিরচেনা কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।

শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয় বিচারপতি ও আইনজীবীদের পক্ষ থেকে।

শুক্রবার সকাল ১০টার একটু আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ আনা হয়।

ব্যারিস্টার মওদুদের মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছায়। ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে মরদেহ গুলশানে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে নেয়া হয়।

শুক্রবার রাজধানীতে কয়েক দফা জানাজার পর তার নিজে এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জে পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে তাকে।

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: