শিরোনাম

South east bank ad

মৌলভীবাজার প্রেসক্লাব ও ইমজা’র বার্ষিক বনভোজন সম্পন্ন

 প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

মৌলভীবাজার প্রেসক্লাব ও ইমজা’র বার্ষিক বনভোজন সম্পন্ন

তানভীর আঞ্জুম আরিফ (মৌলভীবাজার):
চায়ের রাজধানী মৌলভীবাজার। শান্ত ছিমছাম শহর। কখনো নীল আকাশে ভেসে বেড়ানো মেঘ আর ভেলা যে কোনো মুহূর্তে বৃষ্টি ঝরে শরীর ভিজিয়ে দেয়। এযেন রৌদ-বৃষ্টির খেলা। ফলে প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে পর্যটন জেলা মৌলভীবাজার।
এই জেলার চারপাশে উঁচু পাহাড়। আর প্রতিটা পাহাড়ের গাঁ বেয়ে চায়ের বাগান। আর সেই চায়ের বাগানে’ই আনন্দময় দিন কাটালেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকরা। গত শনিবার (১৩ মার্চ) দিনব্যাপী ছিল মৌলভীবাজার প্রেসক্লাব ও ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা’র যৌথ আয়োজনে বনভোজন। এতে মিলিত হন জেলায় কর্মরত সাংবাদিকরা ।
বাগানের মধ্যে হেটে চলার কিছু পরই আসল একটি ঐতিহাসিক বট গাছ। সেই গাছের পাশেই বিস্তৃর্ণ মাঠ। সেখানেই হবে ফুটবল ম্যাচ। পত্রিকার ও টেলিভিশন সাংবাদিকদের দুই দল মাঠে নামল। আনন্দদায়ক খেলায় অনেক হাড্ডাহাড্ডি লড়াই হলো। কেউই গোল করতে পারলেন না। শেষে ট্রাইব্রেকারে গোল করে জিতলেন টিভি সাংবাদিকরা। পত্রিকা দলের নেতৃত্ব দিয়েছেন সমকালের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম। তিনি গনকন্ঠকে বলেন, আসলে জয় পরাজয় বড় কথা নয়। আজ আমরা সহকর্মীরা যে একসাথে মাঠে নেমে খেলতে পেরেছি এটাই বড় প্রাপ্তি। আমাদের এই বন্ধন চিরকাল যেন থাকে।
আঁকাবাঁকা পথ মাড়িয়ে সবাই পোছলেন বাংলোতে। সেখান পাশ্বেই ছোট একটি লেক। পাহাড়ের চুড়া থেকে পুরো লেকের মনোরম দৃশ্য চোখ জুড়িয়ে যায়। দুপুরে খাবার শেষে দ্বিতীয় ধাপের খেলার আয়োজন হল। সেখানে ছিল শক্তির লড়াই, বল নিক্ষেপ,স্মৃতি পরীক্ষা ইভেন্ট। প্রতিটি খেলায় তিনজনকে পুরস্কৃত করা হয়। কেউবা জিতেছেন কেউবা হেরেছেন। কিন্তু সবাই খুশি।
মৌলভীবাজার ইমজার সাধারণ সম্পাদক বকসি মিছবাহউর রহমান বলেন, ইমজা টিভি সাংবাদিকদের সংগঠন। করোনার কারণে দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পিকনিকের আয়োজন হচ্ছিলো না। গতকাল প্রেসক্লাব ও ইমজা যৌথভাবে আমরা সম্পন্ন করতে পারলাম। এজন্য আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।
মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত বলেন, আমরা সাংবাদিকরা সারা বছর কর্মব্যস্থ থাকি। আজ এই বনভোজনের মাধ্যমে সবাই একত্রিত হলাম। সবাই একটি আনন্দময় উৎসব উদযাপন করলাম। মূলত সাংবাদিকদের ব্যস্থতা কাটিয়ে যাতে সবাই আনন্দ উদযাপন করতে পারেন, সে জন্য মৌলভীবাজার প্রেসক্লাব ও ইমজা যৌথভাবে বনভোজনের আয়োজন করে।

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: