শিরোনাম

South east bank ad

সাংবাদিক পরিচয়ে ভূয়া কার্ডধারীর বিরুদ্ধে শাহবাগ থানায় তথ্য অধিদফতরের জিডি

 প্রকাশ: ১২ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

সাংবাদিক পরিচয়ে ভূয়া কার্ডধারীর বিরুদ্ধে শাহবাগ থানায় তথ্য অধিদফতরের জিডি

জনৈক এম. শাকির আলী বেআইনিভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম সংবলিত এবং তথ্য অধিদফতরের এক্রিডিটেশন কার্ড নম্বর ব্যবহার করে ভিজিটিং কার্ড ছাপিয়ে ক্রাইম জার্নালিস্ট এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (সিজেএবি) এর জেনারেল সেক্রেটারি পরিচয় দিয়ে বেড়াচ্ছেন, যা তথ্য অধিদফতরের দৃষ্টি আকৃষ্ট করেছে। তাঁর ভিজিটিং কার্ডে তথ্য অধিদফতরের এক্রিডিটেশন কার্ড নং-৩৯২৭ ব্যবহার করা হচ্ছে যা সম্পূর্ণ অবৈধ। প্রকৃতপক্ষে তথ্য অধিদফতরের ৩৯২৭ নং কার্ড অন্য একজন সাংবাদিকের নামে ইস্যু করা হয়েছিল যার মেয়াদ গত ২০১৩ সালে শেষ হয়ে গিয়েছে। উল্লেখ্য, আজ এ বিষয়ে তথ্য অধিদফতরের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে, যার নম্বর ৬৭৬, তারিখ-১১/০৩/২০২১। এ প্রেক্ষিতে এই ভুয়া কার্ডধারী এম. শাকির আলী সম্পর্কে সকলকে সচেতন থাকার জন্য তথ্য অধিদফতরের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: