নতুন নেতৃত্বে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি : ছয় মাস করে সভাপতির দায়িত্ব পালন করবে সাগর ও সাকিব

ঢাকা কলেজ সাংবাদিক সাংবাদিক সমিতির ২০২১-২২ সেশনের নির্বাচনে সভাপতি পদে দুই জন প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন। এ কারণে সকলের পরামর্শক্রমে নির্বাচন কমিশন উভয় প্রার্থীকে ছয় মাস করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
এতে সভাপতি পদে মোহাম্মদ বিল্লাল হোসেন সাগর (আরটিভি) মার্চ ২০২১ থেকে সেপ্টেম্বর ২০২১ এবং নাজমুস সাকিব (প্রথম আলো) অক্টোবর ২০২১ থেকে মার্চ ২০২২ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম (আমার সংবাদ)। সাধারণ সম্পাদক এ জেড ভূঁইয়া আনাস (আমাদের সময়.কম)। যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান তানভীর (ডেইলি বাংলাদেশ), কোষাধ্যক্ষ আবদুল হাকিম (দৈনিক আমাদের নতুন সময়), দফতর সম্পাদক মো. রাকিবুল হাসান (ঢাকা পোস্ট),
প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ হাসান (জাগো নিউজ)। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে রায়হান হোসেন (রাইজিং বিডি) ও দেলাওয়ার হোসেন (দেশ রূপান্তর) নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ২টায় নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক সমিতির উপদেষ্টা প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
এর আগে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে ৯টি পদের মধ্যে শুধু সভাপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দুজন প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় দুই জনকেই সভাপতি ঘোষণা করা হয়।নির্বাচনে কোনো বিকল্প প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে আবদুর রহিম (আমার সংবাদ) ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান তানভীর (ডেইলি বাংলাদেশ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর কোষাধ্যক্ষ পদে আবদুল হাকিম (আমাদের নতুন সময়), দপ্তর সম্পাদক পদে রাকিবুল হাসান তামিম (ঢাকা পোস্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাহিদ হাসান (জাগো নিউজ) ও কার্যনির্বাহী সদস্য পদে রায়হান হোসেন (রাইজিং বিডি) ও মো. দেলাওয়ার হোসেন দোলন (দেশ রূপান্তর) মনোনীত হয়েছেন।
উলাফল ঘোষণা কওে ঢাকা কলেজের প্রিন্সিপাল প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘ঢাকা কলেজ যেমন উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঠিক তেমনিভাবে এ প্রতিষ্ঠানের সাংবাদিক সমিতিও ঐতিহ্যবাহী সংগঠন। আমার সমিতির নবনির্বাচিত কমিটির প্রতি অনুরোধ তারা ইতিবাচকভাবে কলেজকে তুলে ধরবে। আমি চাই ঢাকা কলেজ সাংবাদিক সমিতিতে সংগঠিত সাংবাদিকরা ক্যাম্পাসে সবসময় একত্রে কাজ করুক। আশা করছি, যারা নির্বাচিত হয়েছেন তারা সে প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন।’