শিরোনাম

South east bank ad

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের নতুন সভাপতি নাদিরা, সাধারণ সম্পাদক তানজিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলহাস

 প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

এভিয়েশন ও ট্যুরিজম বিটের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের (এটিজেএফবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

সংগঠনটিতে এটিএন বাংলার নাদিরা কিরণকে সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তানজিম আনোয়ারকে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) এটিজেএফবির প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলহাস কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, আগামী দুই বছর (২০২১-২২) মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন-মাসুদ রুমি (কালের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক রীতা নাহার (বৈশাখী টেলিভিশন), কোষাধ্যক্ষ শফিউল্লাহ সুমন (বিটিভি), সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম (বণিক বার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলহাস কবীর (আরটিভি) এবং দপ্তর সম্পাদক ইমরুল কাওসার ইমন (ভোরের ডাক)।

এছাড়া আলতাব হোসেন (যায়যায় দিন), রা‌শিদুল হাসান (ডেইলি স্টার), আব্দুল্লাহ তুহিন (যমুনা টেলিভিশন), তাওহীদুল ইসলাম (আমাদের সময়) এবং বাতেন বিপ্লব (এশিয়ান টিভি) নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: