শিরোনাম

South east bank ad

নৌপথে ক্র্যাবের জমজমাট ফ্যামিলি ডে উদযাপন : আলোকিত সমাজ তৈরিতে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান যুবলীগ সাধারণ সম্পাদকের

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

নৌপথে ক্র্যাবের জমজমাট ফ্যামিলি ডে উদযাপন : আলোকিত সমাজ তৈরিতে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান যুবলীগ সাধারণ সম্পাদকের

নৌপথে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে- হয়ে গেল শুক্রবার। ক্র্যাবের পক্ষ থেকে এই প্রথম নৌপথে এমন আনন্দঘন অনুষ্ঠান। ঢাকা থেকে চাঁদপুরের মোহনপুর পর্যটন কেন্দ্রে ছিল দুপুরের খাবারের আয়োজন। ছিল নদীর তীরে দৃষ্টিনন্দন এলাকায় আড্ডা। শিশুদের জন্য ছিল রাইড। দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় লঞ্চ এডভেঞ্চার-৯ যোগে ক্র্যাব কার্য নির্বাহী কমিটি-২০২১ এর পক্ষ থেকে সদস্য ও তাদের পরিবারবর্গ এই আয়োজনে অংশ নেন।
দুপুরে পর্যটন কেন্দ্রে ক্র্যাব পরিবারের সঙ্গে অংশ নেন যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, চাঁদপুর জেলা এসপি মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামানসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।


সেখানে ক্র্যাবের পক্ষ থেকে মাইনুল হোসেন খান নিখিল, সাইফুল আলম ও চাঁদপুরের এসপির হাতে ক্রেস্ট ও কমন গিফট তুলে দেন ক্র্যাব সভাপতি মিজান মালিক। এ সময় মাইনুল হোসেন খান নিখিল বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের আয়না। আলোকিত সমাজ তৈরিতে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন আপনারা লেখনীর মাধ্যমে তা বাস্তবায়নে অগ্রপথিক।
যুগান্তর সম্পাদক সাইফুল আলম বলেন, পদ্মার জল ঘোলা হলেও মেঘনার জল স্বচ্ছ। চাঁদপুরের এই জায়গার পানি যেমন স্বচ্ছ তেমনি আমাদের চিন্তা ভাবনাও স্বচ্ছ। সাদা মনের মানুষ দরকার এই সমাজের জন্য। আমরা সেই মানুষ চাই। ভালো একটি দিন উপহার দেয়ার জন্য তিনি ক্র্যাব পরিবারকে ধন্যবাদ জানান। এর আগে সকালে ক্র্যাব সদস্যদের সঙ্গে লঞ্চে এসে যোগ দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম এমপি।

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: