শিরোনাম

South east bank ad

জয়নুল হক সিকদারের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

জয়নুল হক সিকদারের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও সিকদার গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদারের কুলখানি ও দোয়া মাহফিল আজ মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে। রায়ের বাজারে অবস্থিত জয়নুল হক সিকদারের নিজ হাতে গড়া জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে মরহুমকে স্মরণ করেন। দোয়া মাহফিলে পরিবারের সদস্যবৃন্দদের মাধ্যে উপস্থিত ছিলেন মরহুমের প্রিয়তমা স্ত্রী মিসেস মনোয়ারা সিকদার, কন্যা নাসিম সিকদার, মিসেস পারভীন হক সিকদার এমপি ও লিসা ফাতেমা হক সিকদার এবং পুত্র রিক হক সিকদার ও রন হক সিকদার এবং তাঁর আদরের নাতী-নাতনীসহ অন্যান্য আত্মীয়-স্বজন।

অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সিকদার গ্রুপ অব কোম্পানিজ এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্ক্ষি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষও অংশগ্রহণ করেন।

এই মিলাদ মাহফিলে আমন্ত্রিতদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি, মতিয়া চৌধুরী এমপি, সাবের হোসেন চৌধুরী এমপি, মাহবুব-উল আলম হানিফ এমপি, সাদেক খান এমপি, হাসানুল হক ইনু এমপি, আসলামুল হক এমপি সহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা-কর্মীবৃন্দ।

দোয়া মাহফিলে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল বলেন, “জয়নুল হক সিকদারকে হারিয়ে শুধু ন্যাশনাল ব্যাংক নয়, জাতি তাদের একজন পরীক্ষিত অভিভাবককে হারিয়েছে।” তিনি আরও বলেন, “তাঁকে শুধু একজন শিল্পপতি হিসেবে দেখলে চলবেনা; তিনি ছিলেন মানবিকতায় ভরপুর সার্বিকভাবে একজন পরিপূর্ণ মানুষ।” একজন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দানবীর মানুষ হিসেবে সকল মহলে তিনি ছিলেন বিশেষভাবে সমাদৃত। এছাড়া একজন সফল ব্যবসায়ী হিসেবেও তিনি শুধু দেশেই নয়, বিশ্বব্যাপী ছিলেন সুপরিচিত।

উল্লেখ্য যে, বুধবার ১০ ফেব্রæয়ারি স্থানীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জয়নুল হক সিকদার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জয়নুল হক সিকদারের মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঢাকা এবং শরীয়তপুরে নামাজে জানাজার পূর্বে দুই দফা গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয় এই কিংবদন্তী বীর মুক্তিযোদ্ধাকে। রায়ের বাজারে অবস্থিত এবং জয়নুল হক সিকদার প্রতিষ্ঠিত জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে গত ১৪ ফেব্রæয়ারি, রোববার তাঁকে সমাহিত করা হয়।

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: